জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সমস্যার উদ্রেক
এনএফবি, ওয়েব ডেস্ক:
হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ইনস্টাগ্রামে। আর তা নিয়ে ট্যুইটারে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
জানা গেছে ,বিশ্বের বিভিন্ন প্রান্তেই ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। ট্যুইটারে বিভিন্ন দেশের ইউজাররা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। নেটিজেনরা জানিয়েছেন, তাঁরা ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার DM ব্যবহার করতে পারছেন না। সেই সঙ্গে রিফ্রেশ হচ্ছে না ইনস্টাগ্রামের Feed।
Me running to Twitter after insta got down#Instadown #instagram pic.twitter.com/toXRhnzYHa
— Prahasthaa (@Prahastha8) September 22, 2022
এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামে। জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম যে সমস্যা করছে সেকথা নিশ্চিত ভাবে জানিয়েছে Downdetector.com। এটি একটি outage detection ওয়েবসাইট। সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা থেকে ইনস্টাগ্রামে এইসব সমস্যা দেখা দিয়েছে।
Any issues in #instagram
— Puneet Srivastava (@0fficial_Puneet) September 22, 2022
Le me : pic.twitter.com/fehJ668xDV
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।