এনএফবি, কলকাতাঃ
কলমের শক্তি কত! একটা কলম চাইলে কত কিছুই পারে করতে। বড় বড় সাম্রাজ্য নাড়িয়ে দিতে পারে কলমের খোঁচা। সেই পেনের দাম কতই বা হতে পারে লাখের ওপর কী! একদমই ঠিক। জার্মান বাভারিয়া কোম্পানীর ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার কলমকে সামনে রেখে কলকাতার আইসিসিআর-এ শুরু হল ‘দ্বিতীয় পেন মহোৎসব’।
দুপুরে নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ বিভাগের দুই আমলা অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, এ জি বেঙ্গল-এর আধিকারিক তথা লেখিকা যশোধরা রায় চৌধুরী, ডঃ স্বাতী গুহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সেবানিবৃত্ত বিচারক শুভ্রকমল মুখার্জি, পুলিশের মহাপরিদর্শক সব্যসাচী রমন মিশ্র-সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষিত জনগণের স্বাভিমানকে উস্কে দিয়ে ‘ঝর্ণা কলম’-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে কোলকাতায় শুরু হল ‘দ্বিতীয় পেন মহোৎসব’।
‘কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস’-এর পরিচালনায় ও ‘পেন ক্লাব’-এর সহযোগিতায়। ১৬ এপ্রিল রবিবার কলকাতার ‘ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ সংক্ষেপে আইসিসিআর-এ চলল এই চিত্তাকর্ষক ‘পেন মহোৎসব’।
আয়োজক সংস্থার তরফ থেকে প্রসেনজিৎ গুছাইত জানিয়েছেন, ‘ঝর্ণা কলম’-এর প্রতি নব প্রজন্মের ভালোবাসাকে উৎসাহ দিতে কোলকাতায় আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় পেন মহোৎসব’। ২০০ টাকা থেকে ৮ লাখ টাকা অবধি পেন দেখতে পাওয়া গেল এখানে।