বিরাট বাদ না বিশ্রামে উঠছে প্রশ্ন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কিং কোহলির অধ্যায় কি এবার তাহলে অবসানের পথে? আপাতদৃষ্টিতে কিন্তু সেটাই মনে হচ্ছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নাম নেই বিরাট কোহলির। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে দলের সহ অধিনায়ক হিসেবে কামব্যাক করছেন কেএল রাহুল। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়লাভ করলেও, বিরাটের কিন্তু তেমন কোনও অবদান দেখতে পাওয়া যায়নি। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর এই সিরিজেই ঘটল মহাধামাকা। প্রথম একদিনের ম্যাচে বলা হল, বিরাট কোহলির নাকি কুঁচকিতে হালকা চোট লেগেছে। সেকারণে তিনি খেলতে পারবেন না। কিন্তু, ঠিক কোন কারণে তাঁর এই চোট লেগেছে, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।


এক নজরে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্সর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আভেস খান, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং।

*কেএল রাহুল এবং কুলদীপ যাদবের ফিটনেস দেখার পরই তাঁদের দলে নেওয়া হবে।