জেলাফিচার

[:en]গাড়িতে ধাক্কা মারার প্রতিবাদ করায় চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি[:]

[:en]

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

গাড়িতে ধাক্কা মারার প্রতিবাদ করায় চিকিৎসকের উপর দিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে দিল লরি। চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু চিকিৎসকের, আহত আরও দু’জন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ৬০ নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার উকুনমারির কাছে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর হাসপাতালে।

নিজস্ব চিত্র

জানা গেছে, সোমবার ভোরে খড়্গপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে দীঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি-সহ পাঁচ জন। যাওয়ার সময় বেপরোয়া ভাবে একটি লরি জাতীয় সড়কে ওই চিকিৎসকদের গাড়িটিকে ওভারটেক করতে গেলে গাড়ির সামনের অংশে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর চিকিৎসকদের গাড়ির যাত্রীরা নেমে ওই লরি চালককে আটকে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর লরি চালক লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক ৪৫ বছর বয়সী গৌতম মুখার্জি লরির সামনে দাঁড়িয়ে তাকে আটকাতে গেলে তার ওপর দিয়ে চলে যায় লরিটি।
লরির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের। আহত আরও দু’জন।

মৃতদেহ সংগ্রহ করেছে নারায়ণগড় থানার পুলিশ। ঘাতক লরি ও তা চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

[:]