এনএফবি, কলকাতাঃ
রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। শনিবার রাজ্য সরকারের তরফে নবান্ন ৩১ জানুয়ারি পর্যন্ত এই বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তবে মেলা এবং বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।
রাজ্যে লাগাম ছাড়া করোনা সংক্রমণে রাশ টানতে ৩ জানুয়ারি থেকে রাজ্যে বিধি নিষেধ কার্যকর করা হয়। পূর্ব ঘোষিত সেই বিধি নিষেধের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত ছিল। যদিও লোকাল ট্রেন চলাচল সেলুন বিউটি পার্লার খোলার ক্ষেত্রে আগেই কিছুটা ছাড় দিয়েছে রাজ্য প্রশাসন। নতুন করে এই মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মেলার ক্ষেত্রে মিলল ছাড়। সরকারি বিধি নিষেধ মেনে খোলা জায়গায় মেলার আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছে প্রশাসন। ৫০ জনের পরিবর্তে সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিবাহ অনুষ্ঠান করা যাবে।