সাক্ষাৎকার

দল ছন্দে ফিরেছে এটাই প্রাপ্তি জুয়ানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মরশুমের মাঝখানে দায়িত্ব নেওয়ার পরে টানা দুই ম্যাচে দলকে জয় এনে দিলেন এটিকে মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো। বছরের শেষ বুধবার ফতোরদায় এফসি গোয়াকে ২-১ হারিয়ে সেরা চারে ফিরে এল তাঁর দল। এবার তাঁর লক্ষ্য, সেরা চারে থেকেই নক আউট পর্বে জায়গা নিশ্চিত করা। দল নিয়ে বেশ খুশি সবুজ-মেরুন কোচ। তাঁর সদ্যপ্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জয় প্রসঙ্গে সাংবাদিকদের কী কী বললেন, জেনে নেওয়া যাক।

ব্যক্তিগত ভাবে ম্যাচটা নিয়ে আপনার অনুভূতি কী রকম?

উত্তরঃ ৫০ শতাংশ খুশি। কারণ, আমরা পেশাদার ক্লাবের মতো খেলে তিন পয়েন্ট পেয়েছি। তবে কিছুটা হতাশ হয়েছি। কারণ, প্রতিপক্ষ আমার খুবই চেনা। এফসি গোয়া হারলে আমার ভাল লাগে না। তবে আমি পেশাদার কোচ। তাই সে ভাবেই ভাবছি।

লিস্টন কোলাসোর গোল ও দলের কাছে তাঁর গুরুত্ব নিয়ে কী বলবেন?

উত্তরঃ প্রতিটা গোলই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে আরও ছোটখাটো ব্যাপার নিয়ে কাজ করতে হবে আমাদের। বিপক্ষকে চাপে রাখা, আক্রমণের শেষ অংশ নিয়ে আরও উন্নতি দরকার। আক্রমণ আরও ধারালো করে তুলতে হবে। তবে সব গোলই গুরুত্বপূর্ণ। কারণ, তিন পয়েন্ট অর্জন করতে গেলে এটা চাইই-চাই।

এক সপ্তাহ আগে যখন ক্লাবের দায়িত্ব নেন, তখন দল টেবলের নীচের দিকে ছিল। বছরটা শেষ করছেন সেরা চারে থেকে। কেমন লাগছে?

উত্তরঃ ভাল। তবে এখন আমাদের হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতিতে মনোনিবেশ করতে হবে। বাকি সব ভুলে এখন শুধু পরের ম্যাচেই ফোকাস করতে হবে।

মরশুমের মাঝখানে একটা দলের দায়িত্ব নিয়ে ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া তৈরি করা কতটা কঠিন?

উত্তরঃ প্রাক মরশুম প্রস্তুতি যদি ভাল হয়, তা হলে একটু বেশি সময় দিলে, কয়েকটা সেশনে বাড়তি এক ঘণ্টা করে পরিশ্রম করলে সেটা সম্ভব হয়। এ রকম সময়ে দলের বেশ কয়েকজনের চোট-সংক্রান্ত ঝুঁকি নিয়ে সাবধান থাকতে হয়। এ ছাড়াও অনেক সমস্যা থাকে। তবে কোচিং স্টাফ ও ক্লাবের কর্তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, সে জন্য আমি খুশি। সবচেয়ে বড় কথা আমার স্টাইল ও দর্শনে দলের ফুটবলারদের আস্থা আছে। ওরা এগুলো অনুসরণ করতে আগ্রহী। এটা আমার পক্ষে খুবই ভাল।

জানুয়ারির দলবদলে ক্লাব কতটা ব্যস্ত থাকবে?

উত্তরঃ সত্যি বলতে এখন আমি দলের উন্নতিতে মনোনিবেশ করতে চাই। কয়েকদিন পরে হয়তো এই নিয়ে কথা বলতে পারব। এই মুহূর্তে আমার হাতে খুব ভাল একটা দল রয়েছে। দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে।