এনএফবি, বিনোদন ডেস্কঃ
পাঠান, জওয়ানের সাফল্যের পর প্রকাশ্যে এল কিং খানের পরবর্তী সিনেমা ডাঙ্কি’র ট্রেলার। এই সিনামায় শাহরুখ খানের অভিনীত চরিত্রের নাম হার্ডি। প্রকাশিত ট্রেলার থেকে ছবির গল্প বিষয়ে একটা আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে, হার্ডিকে ট্রেনে করে লাল্টু নামের শহরে প্রবেশ করছে। তারপর ডাঙ্কিতে অভিনয় করা প্রতিটি চরিত্রের সঙ্গে পরিচয় করাচ্ছেন শাহরুখ। ইংরেজি ভাষা না জানা সত্ত্বেও লণ্ডনে যাওয়ার জেদ রয়েছে শাহরুখ ও তাঁর সঙ্গীদের- প্রকাশিত ট্রেলার থেকে তা স্পষ্ট হয়েছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে। আগামী ২১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। ডাঙ্কি ঘিরে কিং খান –প্রেমীদের উৎসাহে উদ্দীপনা জোগাবে আজকের ট্রেলার লঞ্চ।