ওরা কি বিশ্বকাপ জিতে গেছে! মেসিদের কটাক্ষ নেইমারের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফুটবল মাঠ আর মাঠের বাইরে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই চিরচর্চার বিষয়। এবারও তার বিপরীত হলো না।
ইউরো কাপ ২০২০ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ‘ফাইনালিসিমা’ জিতেছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়েম্বলি স্টেডিয়ামে রবার্তো মাঞ্চিনির দলকে ৩-০ ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। একই সঙ্গে কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জিতে নেন লিওনেল মেসি। দীর্ঘ ২৮ বছরের শিরোপার খড়া কাটিয়ে পরপর দুই বছরে দুইটি আন্তর্জাতিক ট্রফি জয়ের পর মাঠেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন ফুটবলাররা। শুধু মাঠে নয় ড্রেসিংরুমেও বাঁধভাঙা উচ্ছ্বাস করতে দেখা যায় মেসি-ডি মারিয়া-মার্তিনেসদের। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কটাক্ষ করে গানও গাইতে শোনা যায় তাঁদের। আর এতেই চটলেন ব্রাজিল সমর্থক ও ফুটবলাররা। ফাইনালিসিমা জেতার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে কটাক্ষ করে গান গাইছেন আর্জেন্টাইন ফুটবলাররা। সেই গানের কথাগুলো ছিল এমন, “কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?” আর এই কটাক্ষের বিরুদ্ধে বেশ কড়া জবাব দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইনস্টাগ্রামে ‘futility’ নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা আর্জেন্টিনার সেই গানের ছবিতে কমেন্ট করেন নেইমার। কমেন্ট করার পর থেকেই ভাইরাল সেই পোস্টটি। নেইমারের কমেন্টটিতে লাইক পড়ে ২৮ হাজারেরও বেশি। পরে অবশ্য বিতর্ক এড়াতে সেই মন্তব্যটি মুছে দিয়েছেন নেইমার। সেখানে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়াদের কটাক্ষ করে নেইমার লেখেন, “Ganharam a copa do mundo?” যার অর্থ দাঁড়ায়, “ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?”
প্রসঙ্গত গত বছরই ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনাল জেতে মেসির আর্জেন্টিনা। সেটাই ছিল মেসির দেশের হয়ে প্রথম ট্রফি। যদিও চোটের কারণে ফাইনালে নামতে পারেননি নেইমার। এবারই সম্ভবত শেষবার বিশ্বকাপের মঞ্চে কাতারে নামবেন মেসি। অন্যদিকে নেইমারও নামবেন ব্রাজিলকে জেতাতে। শেষবার ১৯৮৬ সালে প্রয়াত দিয়েগো মারাদোনার হাত ধরে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আর ব্রাজিল শেষ বিশ্বকাপ জেতে ২০০২ সালে।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর চলবে কাতার ফুটবল বিশ্বকাপ। সেই নিয়ে উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। নকআউটে ব্রাজিল -আর্জেন্টিনা যুদ্ধও দেখা যেতে পারে।