এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ টেস্টেও নেই তিনি। এবারে বুমরাহকে চোট থেকে বাঁচার পরামর্শ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা পেসার জেফ থমসন।
এ দিন থমসন জানান, “এখন সারা বছর ধরে ক্রিকেট চলে। আমাদের সময় সেটা ছিল না। আমাদের সময় নির্দিষ্ট মরশুমে খেলা হত। তাই আমরা বিশ্রাম পেতাম। এখন সেটা হয় না। তাই নিজেকে সেভাবে তৈরি করতে হয়। তাই আজকাল ব্যাক আপ বোলার রাখা হয় এবং সবাইকে বিশ্রাম দেওয়া হয়। আমাদের সময় বিশ্রামের কোনও প্রশ্নই ছিল না। কারণ সেটা হলেই অন্য কেউ আমাদের জায়গা নিয়ে নিত। কিন্তু এখন ১২ মাস ক্রিকেট চলে, তাই বিশ্রাম প্রয়োজন হয়।”
পাশাপাশি তিনি বলেন, ” বুমরাকে ঠিক করতে হবে ও কী খেলতে চায়। শর্ট ফরম্যাট না টেস্ট ম্যাচ? আমি যদি এখন খেলতাম, তাহলে হয়তো টেস্ট খেলতে পারতাম না। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে যখন এত অর্থ উপার্জন হয়। আমাদের সময় টাকার কোনও বিষয় ছিল না। এখন এটা একটা ব্যবসা। নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। তাই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক করতে হবে।”