ক্রীড়া

ইস্টবেঙ্গলের কোচ হতে লোবেরা, তলে তলে চলছে দলগঠনের প্রক্রিয়া

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

স্টিফেন কনস্টানটাইনের জায়গায় ইস্টবেঙ্গলের নতুন কোচ হতে চলেছেন সার্জিও লোবেরা। চুক্তি অনেকদূর এগিয়েছে মঙ্গলবারের বৈঠকে। পরের সপ্তাহে অনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। লোবেরার সঙ্গে এদিন ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি কর্তাদের দীর্ঘ মিটিং হয়। লোবেরা দীর্ঘ চুক্তিতে আগ্রহী হলেও ক্লাব কর্তারা স্বল্প মেয়াদি চুক্তি চান। চিনের ক্লাব সিচুয়া জিনিউ ক্লাবে কোচিং করান লোবেরা। তবে ভারতীয় ফুটবলেও প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইএসএলে দুই ক্লাব এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিতে কোচিং করিয়েছেন সের্জিও লোবেরা। অতীতে বার্সেলোনার কোচিং টিমেও ছিলেন। ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার ভক্ত। ২৫ বছরের বেশি কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। তাঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এ ছাড়াও কোচ হিসেবে ভারতীয় ফুটবলে সাফল্য। সুপার কাপ, আইএসএল লিগ শিল্ড ট্রফি, জিতেছেন। ইস্টবেঙ্গলে গত তিন বছর আইএসএলে কোনো সাফল্য নেই। এখন দেখার লোবেরার হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা ক্লাব। চেন্নাইন এফসি’র চার ফুটবলারকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।

চেন্নাইন এফসির চার ভারতীয় ফুটবলারকে দলে নিতে মরিয়া লাল-হলুদ শিবির। গত কয়েকদিন আগেই লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকের পর লাল-হলুদ কর্তারা জানিয়েছিলেন, নতুন কোচের পছন্দ অনুযায়ী দলে আনা হবে খেলোয়াড়দের। যাতে আগামী মরশুমে দল সাজাতে কোনও অসুবিধা না হয়। তবে কোচের নাম ঘোষণার আগেই যেন তলে তলে দল গঠনের কাজ এগিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল।