এনএফবি,কলকাতাঃ
আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল ৷ ষষ্ঠীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় ৷
বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। সন্ধ্যা নামতেই বৃষ্টি শুরু কলকাতার বিভিন্ন জায়গায়।
উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টি শুরু হয় আগে। কিছুক্ষণ পরেই দক্ষিণ কলকাতাতেও বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় মানুষের ঢল নামে কলকাতার রাজপথে। তবে এরই মাঝে বৃষ্টি নামে কলকাতার বিভিন্ন জায়গায়। বিপাকে পড়েন বহু দর্শনার্থী।
এদিকে বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার ফলে প্রবল যানজট সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় ৷