বহরমপুরে টোটো চালকদের বিক্ষোভ

এনএফবি, মুর্শিদাবাদঃ

টোটো চালকদের বিক্ষোভ ও আরটিও-কে ডেপুটেশন বহরমপুরে। মঙ্গলবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কয়েক হাজার টোটো চালক একটি বিক্ষোভ মিছিল বের করে। গোটা বহরমপুর শহর এই বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। মিছিল শেষে মুর্শিদাবাদ জেলার আরটিওকে একটি ডেপুটেশন জমা দেন।

এদিন আন্দোলনকারীদের পক্ষে অমিত কুমার ঘোষ সংবাদমাধ্যমকে জানান, মুর্শিদাবাদ জেলার আরটিও বহরমপুর শহরের হাজার হাজার টোটোকে অবৈধ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যে কিছু টোটোকে ধরপাকড় করে তাদের জরিমানা আদায় করেছে। এরই প্রতিবাদ স্বরূপ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই আজ তারা প্রতিবাদ মিছিলে বের করেছে এবং আরটিওকে ডেপুটেশন জমা দিচ্ছে। গরিব টোটো চালকদের অধিক টাকা না থাকার জন্য তারা নতুন টোটো কিনতে পারবে না। অবিলম্বে পুরনো সমস্ত টোটোকে বৈধ ঘোষণা করে চালাতে দিতে হবে।”