রাজ্য

মঞ্চে তৃণমূলনেত্রীর ভুল জাতীয় সঙ্গীত পরিবেশন, অস্বস্তিতে শাসক দল

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যের মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রীকে পাশে নিয়ে জাতীয় সঙ্গীত ভুল গেয়ে নিন্দার পাত্রী হলেন কাঁথি পুরসভার কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস। এই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় গোটা নেট দুনিয়ায়।

সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এই ভিডিও বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা অনেকেই শেয়ার করেন। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের লাগাম ছাড়া পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির
প্রতিবাদে কাঁথি শহরের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা। অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করার কথা জানান যুব তৃণমূলের সভাপতি তথা অনুষ্ঠানের আয়োজক সুপ্রকাশ গিরি। মন্ত্রী থেকে নেতৃত্বরা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। মাইক হাতে জাতীয় সঙ্গীত শুরু করেন কাঁথি পুরসভার কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস। আর তিনিই গাইলেন ভুলে ভরা জাতীয় সঙ্গীত।

রিনা দাস শুধু কাউন্সিলর নয় তিনি একটি স্কুলে পার্শ্ব শিক্ষিকা পদেও রয়েছেন। বিজেপি নেতৃত্বরা মজার ছলে ফেসবুকে শেয়ার করেছেন। যদিও এই ঘটনায় রিনা দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।