আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের কার্যালয়, অভিযোগ বিজেপির

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস গড়ে তোলাকে কেন্দ্র করে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাল বালুরঘাট টাউন বিজেপি।ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্রিজকালি সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে। বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন, “বালুরঘাট শহরের বুকে এমন ঘটনা ভাবা যায় না।” সুমন বর্মন তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন, “যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন, তাদের কাছে অনুরোধ আপনারা যদি অতটাই সতী সাবিত্রী হন তাহলে খাঁড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের এসি পার্টি অফিসটি ভেঙ্গে দিন। তাহলেই আমরা বুঝবো আপনারা কতটা সতী সাবিত্রী।” তাঁর মতে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা নদী, খাল, বিল, পুকুর দখল করেই বেঁচে আছে। বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বালুরঘাট টাউন বিজেপি বদ্ধপরিকর বলেও তিনি জানান।