স্থানীয়

ব্যবসায়ীদের ডাকা বনধের বিরোধিতা তৃণমূলের

এনএফবি, কোচবিহারঃ

বিভিন্ন দাবি নিয়ে আগামী ১৩ মার্চ শহর জুড়ে ব্যবসা বন্ধ রাখার ডাক দিয়েছে কোচবিহার জেলাব্যবসায়ী সমিতি। এই বনধকে সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন জানানো হয় ব্যবসায়ী সমতির পক্ষ থেকে। যদিও তৃণমূল কংগ্রেস এই বনধের বিরোধিতা করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কোচবিহার পুরসভার চেয়ারম্যানকে জানিয়েও ব্যবসায়ীদের সমস্যার কোনো সমাধান হয়নি। তাই তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। ফলে বাধ্য হয়েই চারটি দাবি সামনে রেখে তাদের এই বনধের ঘোষণা।

তাদের দাবি, বাজারগুলির বেহাল দশা, ভগ্ন দালান গুলির সংস্কার, ট্রেড লাইসেন্সের ফিজ কমানো ও বাজারের ঘরগুলির বর্ধিত ভাড়া লাঘব করা নিয়ে।

রবিবার এই প্রসঙ্গে কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন, তারা চান ব্যবসায়ীরা যাতে বনধের দিকে না যান। ফলে তারা কথা বলে ও বুঝিয়ে সমস্যা সমাধানের পথ বের করার কথা বলেন। পাশাপাশি চিঠি দিয়ে ব্যবসায়ীদের বিষয়টি জানানোর কথাও তিনি বলেন।