রাস্তার দাবিতে সভানেত্রীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
এনএফবি, মালদাঃ
বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সভানেত্রীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের স্ট্যান্ড এলাকায়।
জানা গেছে, রীতিমতো তৃণমূলেরই একাংশ নেতাকর্মীরা ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেত্রী প্রতিভা সিংহকে ঘিরে। মঙ্গলবারই রাজ্য জুড়ে যখন মুখ্যমন্ত্রী রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন তারই মাঝে এই বিপরীত ছবি ভেসে উঠল রাজ্যবাসীর কাছে।
জানা গেছে, এ দিন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ দিদির দূত হিসাবে ওই গ্রামে গিয়েছিলেন।

তিনি বর্তমানে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ পদে রয়েছেন। কিন্তু গ্রামের একাধিক সমস্যার প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেত্রীর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ নেতাকর্মীরা। তাদের সঙ্গে সামিল হন কয়েকশো গ্রামবাসী। আর এই বিক্ষোভের জেরে চরম অস্বস্তিতে পড়ে যান নেত্রী।
বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।