রাজ্যলেটেস্ট

অতিক্রান্ত চব্বিশ ঘন্টা, বিড়ি কারখানায় জারি তল্লাশি

এনএফবি, মুর্শিদাবাদঃ

গতকাল সকাল থেকে শুরু হয়েছিল তল্লাশি। চব্বিশ ঘন্টা অতিক্রান্ত পতাকা বিড়ি কারখানায় আয়কর দফতরের হানা। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাতেও চললো তল্লাশি অভিযান।

বৃহস্পতিবার সকালেও শেষ হয়নি আয়কর হানা। ফলে ক্রমশ রহস্য যেন ঘনীভূত হচ্ছে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ এবং সামশেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত পতাকা বিড়ি কারখানায় হঠাৎ হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বুধবার সারাদিন পেরিয়ে রাত অতিবাহিত হয়ে গেলেও সম্পন্ন হয়নি আয়কর হানা। বৃহস্পতিবার সকালেও আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন সুতির অরঙ্গাবাদ পতাকা বিড়ি ফ্যাক্টরীর অফিসে। পাশাপাশি সামসেরগঞ্জেও একই চিত্র লক্ষ করা গিয়েছে। এত দীর্ঘ সময় ধরে পতাকা বিড়ি ফ্যাক্টরীতে আয়কর হানা ঘিরে ক্রমশই রহস্য যেন ঘনীভূত হচ্ছে। তল্লাশি অভিযান কখন শেষ হবে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ অরঙ্গাবাদে বিড়ি ফ্যাক্টরিতে ইনকাম ট্যাক্সের হানা, চাঞ্চল্য – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

YouTube player