ফিচাররাজ্য

কেন্দ্রীয় সাংস্কৃতিক দফতরের উদ্যোগে দুই দিন-ব্যাপী বালুরঘাটে বীরগাথা অনুষ্ঠান

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বালুরঘাট রবীন্দ্রভবনে দুই দিনব্যাপী শুরু হতে চলেছে বীরগাথা অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে আজ এবং আগামীকাল রবীন্দ্রভবনে চলবে এই অনুষ্ঠান। এ দিন অনুষ্ঠানের সূচনা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং মিনিস্ট্রি অফ কালচার এর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক ডিরেক্টর আশিস গিরি।

এই দুইদিন বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন শিল্পীদের গান-বাজনা নৃত্য ইত্যাদির সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পাশাপাশি আর্থিকভাবে দুর্বল জেলার শিল্পীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সংস্কৃতিক দপ্তর থেকে।
পাশাপাশি এ দিন সন্ধায় কলকাতার শিল্পী লোপামুদ্রা সংগীত পরিবেশন করবেন এবং আগামীকাল বালুরঘাট শহরের একটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে বলে জানা গিয়েছে।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান এই প্রথম বালুরঘাট শহরে কেন্দ্রীয় সাংস্কৃতিক দপ্তরের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি শিল্পীদের আর্থিক সহায়তা করা হবে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে।