এনএফবি, মুর্শিদাবাদঃ
বেলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে আজ ৷
স্থানীয় সূত্রে জানা গেছে , লাল্টু শেখ ও সানিযুল শেখ নামে দুই ব্যক্তি রেল লাইনের ধারে গল্প করছিল ৷ হঠাৎই রাত ৯টা ৪০ এর ভাগীরথী আপ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সানিযুল শেখ নামে ৩৪ বছরের এক ব্যক্তির ৷ অপরজন লাল্টু শেখ কে আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে ৷ সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উভয়ের বাড়ি বেলডাঙ্গা থানার সরুলিয়া গ্রামে । দুই জন ব্যক্তির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।