অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
উমরান মালিক ভারতের বর্তমান তরুণ জোরে বোলারকে সকলে প্রশংসায় ভড়িয়ে দিচ্ছেন। এবার উমরানের প্রশংসা করছেন বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে ভারতীয় দলে নামানোরও ইঙ্গিত দিলেন। এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “ক’জন পারে ১৫০ কিলোমিটার বেগে বল করতে? খুব বেশি নয়। উমরান জাতীয় দলে সুযোগ পেলে অবাক হব না, তবে ওকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। উমরান দ্রুততম। তবে আমি কুলদীপ সেনকেও পছন্দ করি। টি নটরাজন প্রত্যাবর্তন করেছে। আমাদের জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি আছে। তবে সবটাই নির্বাচকদের ওপর নির্ভর করছে।” আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে ৯০০-র অধিক ম্যাচে মাত্র তৃতীয়বার কোনও বোলার হিসাবে ২০তম ওভারে মেডেন দেওয়ার রেকর্ড করেছেন উমরান। এই পরিসংখ্যানই তাঁর কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ।