নিউটাউনে শুরুহয়েছে অনূর্ধ্ব ১৮ র টিকাকরণ

এনএফবি,কলকাতাঃ

নিউটাউনে এনকেডিএ (নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি-)র তত্বাবধানে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ র টিকাকরণ কর্মসূচি ৷

নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাইড হোটেলের পিছনে টার্মিনাস বিল্ডিং-এ গত ৩ রা জানুয়ারি থেকে এই টিকাকরণ কর্মসূচি চলছে ৷ সরকারি স্কুল গুলোতে অনূর্ধ্ব ১৮ র টিকাকরণ করা হলেও অনেক বেসরকারি স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের টিকাকরণ নিয়ে যথেষ্ঠ উদাসীন ৷ তাই অনেক পড়ুয়াই ভিড় জমাচ্ছে বিনামূল্যে এই টিকা গ্রহণ করার জন্য ৷ ২০০৭ এ জন্ম হলে ‘কো-উইন’ অ্যাপে রেজিস্ট্রেশন করে আধারকার্ড নিয়ে আসলেই এখানে টিকা নেওয়া যাচ্ছে ৷

এম কে মন্ডল , এনকেডিএ আধিকারিক ৷ নিজস্ব চিত্র

আজ নিউজফ্রন্ট বাংলার প্রতিনিধি এই টিকাকরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন ৷ এনকেডিএ আধিকারিক এম কে মন্ডল জানান, ৩ তারিখ থেকেই এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ৷ প্রতিদিন প্রায় ৪০ জন পড়ুয়া কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৷ টিকা নেওয়ার পর এখন ও পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর তারা পাননি ৷ তবে সাম্প্রতিক কোভিডের তৃতীয় ঢেউয়ে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ায় টিকাকরণ কর্মসূচি একটু বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে ৷

নিজস্ব চিত্র