অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অবসর নিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। আর অবসরে যে প্রশ্ন টা উঁকি দিচ্ছে ভাজ্জির চোখে তা হল সেরা অধিনায়ক কে, মহেন্দ্র সিং ধোনি না সৌরভ গঙ্গোপাধ্যায়! প্রশ্নের উত্তর সহজে দিলেন হরভজন। তিনি বলেন,”এটি আমার জন্য একটি সহজ উত্তর। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার ক্যারিয়ারের সেই সময়ে আমার ট্যালেন্টকে চিনে ছিলেন। আমায় সেই সময় সুযোগ দিয়েছিলেন এবং সেই সময় আমার উপর বিশ্বাস রেখেছিলেন যখন আমি ‘কিছুই’ ছিলাম না। কিন্তু ধোনি যখন অধিনায়ক হল আমি হরভজন সিং হিসাবে প্রতিষ্ঠিত।” যদিও ভাজ্জি টি২০ ও ওয়ান ডে বিশ্বকাপ জেতার জন্য ধন্যবাদ দেন ধোনির ক্যাপ্টেন্সিকে।