জেলাফিচার

মামলা প্রত্যাহারে চাপ নির্যাতিতাকে, অভিযোগ দায়ের

এনএফবি, মালদাঃ

ধর্ষণের মামলা প্রত্যাহার না করায় নির্যাতিতা প্রতিবন্ধী মহিলা ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। এমনকী, সংশ্লিষ্ট ফাঁড়ি ও থানাতে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা প্রতিবন্ধী মহিলা। এমনই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার একটি গ্রামে।

গত, জুলাই মাসে ইংরেজবাজারের নির্যাতিতা প্রতিবন্ধী মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সে ঘটনায় এখনও জেলে রয়েছে অভিযুক্ত যুবক। তবে, অভিযুক্ত যুবকের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা প্রতিবন্ধী মহিলাকে চাপ দিচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে আদালতে মিথ্যে বয়ানও দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তার পরেও, অভিযুক্ত যুবকের পরিবারের রোষ থেকে রেহায় পাননি নির্যাতিতা প্রতিবন্ধী মহিলা। তাঁর অভিযোগ, ভিন্ রাজ্যের শ্রমিক স্বামীকেও মারধর করা হয়েছে। মিল্কি ফাঁড়ি ও ইংরেজবাজার থানায় অভিয়োগ করেন মহিলা। তার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি। তাই, তিনি পুলিশ সুপারের দারস্থ হয়েছেন। পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।