ক্রীড়া

বিরাট একজন সত্যিকারের নেতাঃ দ্রাবিড়

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দীর্ঘদিন সেঞ্চুরি নেই ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। আর এবারে দ্বিতীয় টেস্টে নামার আগে কোহলির পাশে দাঁড়ালেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। এদিন দ্রাবিড় বলেন, ‘দীর্ঘ ক্রিকেট জীবনে প্রত্যেকেরই খারাপ সময় আসে। এটা প্রত্যাশিত। তবে আমি আশাবাদী,শীঘ্রই বিরাট বড় রান করবে। সেটার জন্য ও খুব পরিশ্রমও করছে। ও জানে কি ভাবে রান করতে হয়। ভালো ব্যাটিং করলেও বড় স্কোর হয়না, কখনও সখনও এমনটা হয়। ওর রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা। ওর নেতাসুলভ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রায় কুড়ি দিন ধরে একসঙ্গে আছি। ওকে নিয়ে যতই বিতর্ক উঠুক, যে ভাবে দলের সঙ্গে মিশে আছে তা তারিফযোগ্য। ও যেভাবে দলকে প্রতিটা ক্ষেত্রে উদ্বুদ্ধ করে তা দেখার মতো। প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলে। নিজেও কঠোর পরিশ্রম করে। বিরাট একজন সত্যিকারের নেতা। ওর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।’

খবরটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন

নিউজফ্রন্ট বাংলার এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 95936 66485