অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং ওডিআই সিরিজ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত। ইতিমধ্যেই এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড। এর পরই শুরু হয়েছে বির্তক। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি জোরে বোলার ইরফান পাঠান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। সেই কারণে বুধবার ১৬ জন সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এই দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত এবং জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটাররা। বোর্ডের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ সমর্থকরা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ইরফান। তাঁর মতে, বিশ্বকাপের আগে দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিলে প্রস্তুতিতে খামতি থাকতে পারে।
একটি পোস্ট করে ইরফান লিখেছেন, “বিশ্রাম করলে ফর্মে ফেরাটা মোটেই সহজ হবে না কারও জন্য।” উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন এই সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শেষ হল। সিরিজে ২-২ ফলাফল নিয়ে খুশি থাকতে হল ভারতীয় দলকে। আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ব্লু-ব্রিগেড। তার পরেও দেশের ফিরতে পারবেন না বিরাট কোহলি-রোহিত শর্মা। এর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন তাঁরা। সেই কারণে বুধবার দল ঘোষণা করে দিল অল ইন্ডিয়া সিনিয়র সিলেশন কমিটি। ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি হবে কুইন্স পার্ক ওভাল, দ্বিতীয় ম্যাচটি হবে পোর্ট অফ স্পেন এবং শেষ ম্যাচটি হবে ত্রিনিদাদ’এ। টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখতে চায় ভারতীয় দল।
বিসিসিআই-এর ঘোষিত দলে সুযোগ পেয়েছেন- শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
আরও পড়ুনঃ রাজ্যসভার সদস্যপদ পাচ্ছেন পি টি ঊষা – NF Bangla Private Limited (newsfrontbangla.com)