অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যাত্রা শেষ হয়েছে। সেইসঙ্গে থেমে গিয়েছে বিরাট কোহলিরও অভিযান। দীর্ঘ ১৫ বছরের আইপিএলের ইতিহাসে এবারই বোধহয় সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের এই পারফরম্যান্স দেখার পরই এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। বিরাট কোহলির পারফরম্যান্স দেখে রীতিমত অসন্তুষ্ট এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে বিরাট শুধু নিজেকেই নয়, এমন পারফরম্যান্স দেখিয়ে তাঁর অগুন্তী ভক্তদেরও হতাশ করেছে।
এবারের আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স দেখে একেবারেই খুশি নন বীরন্দ্র সেওয়াগ। আর প্লেঅফের মঞ্চে বিরাট কোহলির চূড়ান্ত ব্যর্থতার পর নিজের অসন্তোষ আর চেপে রাখতে পারেননি ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে এই আইপিএলের এক মরশুমে বিরাট কোহলি যতগুলো ভুল করেছেন, তা হয়ত নিজের ক্রিকেট কেরিয়ারে করেননি। বড়মঞ্চে যখন সকলে বিরাট কোহলির থেকে বড় পারফরম্যান্সের প্রত্যাশা করেছিলেন, সেখানে বিরাটের ব্যাট থেকে হতাশা ছাড়া আর কিছুই আসেনি।
আইপিএলের লিগ পর্বে বিরাট কোহলির ব্যাটে প্রথমবার বড় রানের ঝলক দেখা গিয়েছিল। তাঁর সেই পারফর্ম্যান্সের সৌজন্যেই অবশ্য আইপিএলের ছাড়পত্রও পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকেই বিরাটকে ঘিরে সকলের মনে আশা জাগতে শুরু করেছিল। প্লেঅফের মঞ্চে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানেরও প্রত্যাশায় ছিলেন সকলে। কিন্তু তা হয়নি। এলিমিনেটর এবং কোয়ালিফায়ার দুই মঞ্চেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এমন ঘটনা দেখার পরই ক্ষোভ প্রকাশ বীরেন্দ্র সেওয়াগের। বিরাট কোহলির সমালোচনায় মুখর হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে বীরেন্দ্র সেওয়াগ বিরাট কোহলির পারফরম্যান্সের সমালোচনায় জানিয়েছেন, “তিনি অবশ্যই সকলকে হতাশ করেছেন। আমরা সকলেই বড় মঞ্চে বড় নায়কের ব্যাট থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম। তিনি শুধু নিজেকেই হতাশ করেননি, তাঁর অগুন্তী ভক্তদেরও হতাশ করেছেন”।
চলতি আইপিএলে বিরাট কোহলিকে রান পাওয়ার জন্য নানান কৌশল ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু কোনও জায়গাতেই সাফল্য পাননি তিনি। এই ঘটনা নিয়েও কিন্তু বিরাট কোহলির সমালোচনা করতে ছাড়েননি সেওয়াগ। তাঁর মতে এই এক মরশুমে বিরাট কোহলি যতগুলো ভুল করেছেন, তা হয়ত নিজের গোটা ক্রিকেট কেরিয়ারে এর আগে কখনও করেননি।
বীরেন্দ্র সেওয়াগ এই প্রসঙ্গে বলেছেন, “যে বিরাট কোহলিকে আমরা সকলে চিনি, তাঁর এই কোহলির কোনও মিলই খুঁজে পাচ্ছি না। এই মরশুমে যেন এক আলাদা বিরাট কোহলিকে দেখতে পেয়েছি। কারণ এই এক মরসুমে যে পরিমাণ ভুল বিরাট করেছে, আমার মনে নিজের গোটা ক্রিকেট কেরিয়ারে এর আগে এত ভুল তিনি করেননি”।
সেওয়াগ আরও জানিয়েছেন, “যখন কেউ বারবার রান করতে ব্যর্থ হয়, সেই পরিস্থিতিতেই এমনটা হয়ে থাকে। খারাপ ফর্ম থেকে বেরনোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছেন বিরাট কোহলি। আর সেগুলোই ক্রমশ বিরাট কোহলিকে একের পর এক ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। প্রতিটি পদ্ধতিতেই এই মরশুমে বিরাট কোহলিকে আউট হতে দেখা গিয়েছে।