ভিসা বাতিল, অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত জকোভিচ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অস্ট্রেলিয়ান ওপেনে চোটের জন্য ইতিমধ্যেই নেই রজার ফেডেরাররাফায়েল নাদাল। এবার নোভাক জকোভিচও থাকবে না অস্ট্রেলিয়ান ওপেনে। কারণ, তার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার দুপুরেই তাঁকে নিজের দেশে ফেরানো হতে পারে। ফলে জোকারের অস্ট্রেলিয়ান ওপেন খেলা নিয়ে জটিলতা আরও বাড়ল। আসলে জোকার এখনও করোনা টিকা নেননি। কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরসিন জানিয়েছিলেন,”ওকে শরীরী পরীক্ষা করিয়ে, অস্ট্রেলিয়ার সেট করা গাইড লাইন অনুযায়ী প্রমাণ করতে হবে, করোনা ভ্যাকসিন না নিলেও তিনি বিশেষ ছাড়ের যোগ্য।” কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেট করা গাইডলাইনে পাশ করতে পারলেন না বর্তমানে বিশ্ব টেনিসের শীর্ষ তারকা। এরপরে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী মরিসন বলেন,’‘নিয়ম সবার জন্য সমান। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়া হবে।’’