ক্রীড়া

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফের মাঠে তামিম

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ। ফলস্বরূপ অবসর নেওয়ার ২৪ ঘন্টার পরেই অবসর ভেঙে ফেরার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।তবে আপাতত মাস দেড়েক তিনি বিশ্রামে থাকবেন।আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন্সি করবেন লিটন দাস শুক্রবার শেখ হাসিনার বাড়ি থেকে বেরিয়ে আসার পর তামিম বললেন, “আজ দুপুরবেলা প্রধানমন্ত্রী আমাকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে অনেকক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। উনি আমাকে খেলায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। আর সেকারণেই আমি এই মুহূর্ত থেকে নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবথেকে বড় ব্যক্তিকে আমি কখনই না বলতে পারব না।’তবে আমার এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে পাপন ভাই এবং মাশরাফি ভাইয়ের যথেষ্ট বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছিলেন। সঙ্গে ছিলেন পাপন ভাই। আমি যাতে মানসিকভাবে আরও ফ্রি হতে পারি, সেজন্য প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা লম্বা ছুটিও দিয়েছেন।”

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রকাশ্যেই তামিম ইকবালের সমালোচনা করেছিলেন। এমনকী, তিনি তামিমের পেশাদারিত্ব নিয়েও খুল্লামখুল্লা প্রশ্ন তুলেছিলেন। সম্পূর্ণ সুস্থ না হয়েও ম্যাচ খেলার মতো গুরুতর অভিযোগও করেছিলেন তিনি। জল্পনা, এই ঘটনার পরই তামিম অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে শেষপর্যন্ত তিনি অবসরের এই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন।তবে যাই হোক না কেন সুখের খবর বাংলাদেশ ক্রিকেটে।