অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মোহনবাগানে গঠিত নতুন কার্যকরী কমিটি আর ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে কখনওই মোহনবাগান নয়। সচিব পদে বসেই দেবাশিস দত্ত প্রতিপক্ষ ক্লাব ইস্টবেঙ্গলকে ঠুকলেন। লাল হলুদকে ঠুকে দেবাশিসের বক্তব্য, “আমাদের তো ওদের মত মুখ্যমন্ত্রী বা অন্য কারোর কাছে ছুটতে হয় না ইনভেস্টর আনার জন্য। মোহনবাগানে লোকে নিজে থেকে আসে ইনভেস্ট করতে, ক্লাবের প্রতি ভালোবাসা থেকে। সঞ্জীব গোয়েঙ্কা সেই কাজটা করেছেন। ওরা বলে আমরা মোহনবাগানের থেকে ভালো কারণ মোহনবাগানটা হচ্ছে মাপকাঠি। আমাদের কারোর উদাহরণ টানার দরকার পড়ে না কখনও ।”
কিছু কিছু সমর্থকদের দাবি মোহনবাগানের আগে এটিকে নাম সরাতে হবে। দেবাশিস দত্ত বলছেন,”কথাটা ঠিক । কিন্তু মনে রাখতে হবে এটিকে কিন্তু আর ফুটবল ক্লাব নেই । ওরা ইনভেস্ট করছে ওদের নাম থাকবে আগে এটা স্বাভাবিক । তবুও আমি বিষয়টা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলবো উনি ফুটবল প্রেমী মোহনবাগান প্রেমী মানুষ নিশ্চই জিনিসটা ভেবে দেখবেন । কারণ আমিও চাই শুধুই মোহনবাগান নাম থাকুক ।
এদিন দেবাশিস দত্ত সচিব পদে বসে জানালেন,”আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি,তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্র। এরা না থাকলে সম্ভব হত না। আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি। আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।” দেবাশিস দত্ত সচিব হওয়া ছাড়াও সহ সচিব পদে সত্যজিত চট্টোপাধ্যায় ও ফুটবল সচিব পদে স্বপন বন্দোপাধ্যায় বসেছেন।
সচিব পদে বসেই এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন দেবাশিস দত্ত।
যেমনঃ
(১) নতুন মরশুমে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে অংশ নেবে। শুধু কলকাতা লিগ নয়,শিল্ড,ডুরান্ডেও সিনিয়র দল লিগে অংশ নেবে।
(২) ইতিমধ্যে গোয়া থেকে ক্লাবে জিমনাসিয়ামের সরঞ্জাম পৌঁছে গিয়েছে। এখন থেকে ক্লাবে এসেই সিনিয়র দলের ফুটবলাররা জিম করবেন।
(৩) ১৫ এপ্রিল পযর্ন্ত মাঠ হকির দখলে। তারপর থেকেই ক্লাবের মাঠের মাটি খুঁড়ে নতুন করে মাঠ তৈরির কাজ শুরু হবে। মাঠ তৈরি হওয়ার পর থেকে মোহনবাগান সিনিয়র দল ক্লাবের মাঠেই অনুশীলন করবে।
(৪) সামনের বছর থেকে মহিলা ফুটবল দল তৈরি করে কন্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান।
(৫) নতুন করে তৈরি হবে মোহনবাগানের হকি দল।
(৬) অতীতে হকির মতো অ্যাথলেটিক্সেও বহু সাফল্য পেয়েছিল বাগান। এবার ক্লাবের অ্যাথলেটিক্সকেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।
(৭) ক্লাবের নিজস্ব টেনিস খেলার চল ছিল। বহু বছর তা বন্ধ। এবার সেই টেনিসও শুরু করা হবে।
(৮) শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ করা হবে। ইতিমধ্যে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে কথাও হয়ে গিয়েছে।
(৯) সমর্থকদের জন্য আপাতত দু’টি সদস্য কার্ড রয়েছে। দুটি কার্ডের পরিবর্তে একটি কার্ডের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে সদস্যরা অনলাইনে টাকা জমা করে সদস্যপদ নবীকরণ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।
(১০) ক্লাবের নিজস্ব কাফেটেরিয়ার আরও উন্নতি করার প্রয়োজন। খুব শীঘ্রই নতুন করে কাজ শুরু হবে।
(১১) প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাব তাঁবুতে গেট করা হবে খুব শীঘ্রই।
ফুটবল সচিবের ভূমিকাঃ
এবার মোহনবাগান নির্বাচনে অগ্রণী ভূমিকা নেন ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায়। কিন্তু স্বপনের আর কোনো কাজ নেই কারণ মোহনবাগানের ফুটবল দল ATK গোষ্ঠীর হাতে। মোহনবাগান সচিব জানান, বাবুন (স্বপন বন্দোপাধ্যায় ) আমাদের কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিল আছে থাকবে ওকে আমরা নানাভাবে ব্যবহার করবো।
নতুন কর্ম সমিতির প্রথম বৈঠক হবে আগামী ৩০ মার্চ । ওই বৈঠকেই সভাপতি ঠিক হবে। শোনা যাচ্ছে রাজ্যের শাসক দলের কোনো নেতা বসবেন মোহনবাগান সভাপতির চেয়ারে ।