ক্রীড়া

চুম্বন, যৌনতা ছাড়া আর কী কী বিষয়ে নিষেধাজ্ঞা কাতার বিশ্বকাপ?

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী ২০ নভেম্বর শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ৩২ দেশের এই ফুটবল উৎসব প্রথমবার আয়োজন করবে মধ্যপ্রাচের এই দেশ। আমরা দেখে নেবো কী কী বিষয়ে কাতার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।

‌প্রকাশ্যে বিপরীত লিঙ্গের ব্যক্তিত্বের সঙ্গেও আলিঙ্গন করতে বারণ করেছে কাতার প্রশাসন। নিয়ম না মানলে জেল পর্যন্ত হতে পারে সমর্থকদের।

‌শুল্কমুক্ত মদ নিয়ে কোনও ভাবেই কাতারে প্রবেশ করা যাবে না। ‌কাতার সরকার জানিয়েছে, সেক্স টয় নিয়ে দেশে প্রবেশ করলে জেল হয়ে যেতে পারে সমর্থকদের।

‌কাতারের বিমানবন্দরে শুকরের মাংস নিয়ে প্রবেশ করা যাবে না। ধরা পড়লে কঠিন শাস্তি হতে পারে সমর্থকদের।

‌বিশ্বকাপ দেখতে এসে রাতভোর পার্টি কিংবা ওয়ান নাইট স্ট্যান্ড(এক রাতের যৌনতা) করলে সাত বছরের জন্য জেল হয়ে যেতে পারে।

‌বিশ্বকাপ দেখতে এসে স্বামী-স্ত্রী সম্পর্ক ছাড়া যৌনমিলন বেআইনি। ধরা পড়লে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন সমর্থকরা।

‌পর্নোগ্রাফি বানানো এবং জনসমক্ষে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‌বিশ্বকাপ দেখতে আসা মানুষদের স্থানীয় ঐতিহ্য ও রীতিনীতিকে সম্মান করতে হবে। প্রকাশ্যে যৌনকর্ম, মাতলামি না করা এবং অশালীন পোশাক না পরার জন্যেও আবেদন জানানো হয়েছে। যে কোনও ধরনের ধর্মীয় বই নিয়ে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কাতার সরকার।

‌বিমানবন্দরে জিনিসপত্র তল্লাশি করা হবে। সেই সময় প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ পাওয়া গেলে হাজতবাস করতে হতে পারে আগত ব্যক্তিদের।

‌হোটেলে কিংবা সমুদ্রের পাড়ে নির্দিষ্ট জায়গা ছাড়া মদ্যপান করা যাবে না।

‌জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেও জেলে যেতে হতে পারে সমর্থকদের।