কিছুজনের জন্য এত মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে- প্রশ্ন অভিষেকের
এনএফবি, আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আগামী এক মাসের মধ্যে তৃণমূল কর্মীরা বুথে গিয়ে যারা একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত তাদের তালিকা তৈরি করবে এবং সবার স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লিখে তৈরি রাখুন।
আগামী এক মাসের মধ্যে এক কোটি চিঠি তৈরি করুন এবং সেই এক কোটি চিঠি নিয়ে আমরা দিল্লিতে যাবো।
শনিবার আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে জনসভাতে যোগ দিয়ে একথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, যারা দুর্নীতি করেছে একশো দিনের কাজের টাকা নিয়ে তাদের জেলে ঢোকাক কেন্দ্র, তৃণমূল কংগ্রেস আটকাবে না কিন্তু কিছু জনের জন্য এত মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে।

এ দিন অভিষেক বলেন, একশো দিনের কাজের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনবো। দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে।
এ দিন অভিষেক চা শ্রমিকদের জন্য খুশির খবর দেন। তিনি জানান, আগামী এক সপ্তাহে মধ্যে চা শ্রমিকদের বেতন বৃদ্ধি হচ্ছে। আগামী পঞ্চায়েত ভোটে মানুষ যাকে চাইবে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, কোনোও নেতার কথায় কেউ প্রার্থী হবে না মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।