রাজ্য

[:en]রাত পোহালেই বাগদেবীর আরাধনা, কাঁটা মূল্যবৃদ্ধি[:]

[:en]

এনএফবি, বালুরঘাটঃ

রাত পোহালেই বাগদেবীর আরাধনা। তিন বছর পর মহামারী মুক্ত সরস্বতী পুজো ঘিরে উদ্দীপনা চোখে পড়ার মতো। বেড়েছে প্রতিমার চাহিদা, মিলছে আশানুরূপ দামও। লাভের আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন এবারে ছোট প্রতিমা ১০০ থেকে ২০০, মাঝারি ৪০০ থেকে ৬০০ আর বড় প্রতিমা ১০০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিমা শিল্পীদের দাবি, যদিও রঙ, মাটি খড়, অনান্য সাজ সজ্জার সব দাম বৃদ্ধিতে তাদের অসুবিধের মধ্যে পড়তে হয়েছে। তবুও খরিদ্দারের কথা মাথায় রেখে তাদের সাধ্যের মধ্যেই প্রতিমার দাম করেছেন।
শীতের শেষ পরশের আমেজ মেখে তাই বসন্তকে আবাহন বিদ্যাদেবীর পুজো করতে মেতে উঠলেও প্রতিমা ছাড়াও পুজো অন্য আনুষঙ্গিক আনাজ ফলমূল ও ভোগের তরিতরকারি মুল্যবৃদ্ধিতে আম বাঙালির কপালে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম জমতে দেখা যাচ্ছে।

[:]