এনএফবি, জলপাইগুড়িঃ
প্রদেশ কংগ্রেস সদস্য মনোনীত হয়েও প্রতিবাদ।রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন কংগ্রেস প্রশিক্ষণ সেলের প্রধান।
সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটিতে জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সী-সহ কয়েকজনকে মনোনীত করা হয়। আর এর পরেই জলপাইগুড়ি জেলার জাতীয় কংগ্রেস দলের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
ইতিমধ্যেই জেলার অন্যতম সক্রিয় কংগ্রেস নেতা জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর অম্লান মুন্সী-সহ নব মনোনীত প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা এক লিখিত বিবৃতি দিয়ে প্রদেশ নেতৃত্বকে জানান, জেলাতে বহু প্রবীণ অভিজ্ঞ কংগ্রেস কর্মী রয়েছেন, তাদের বাদ দিয়ে যেহেতু তাদের কমিটিতে রাখা হয়েছে, তাই তারা প্রদেশ কংগ্রেস কমিটির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার দীর্ঘ দিনের কংগ্রেস দলের সংগঠক বর্তমানে কংগ্রেস প্রশিক্ষন সেলের দায়িত্ব প্রাপ্ত অমিত ভট্টাচার্য বলেন, অম্লান মুন্সী সহ যাদের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মনোনীত করা হয়েছে তাদের এ বিষয়ে আপত্তি আছে,
বিষয়টি রাজনৈতিক ভাবে মেটানোর চেষ্টা করা হচ্ছে।