এনএফবি, কলকাতাঃ
বঙ্গে ফিরল শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তুরে হাওয়ার জেরে এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ আরও নামবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। সকালের দিকে হাল্কা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হবে। আজ দিনভর উত্তুরে হাওয়ার দাপট থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতা-সহ পাশ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।