জেলা

ভারত ভুক্তি চুক্তি দিবস উদযাপনে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সাইকেল মিছিল

এনএফবি,কোচবিহারঃ

ভারত ভুক্তি চুক্তি দিবসে বাইক মিছিল করলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। এদিন ওই সংগঠনের সদস্যরা রাসমেলা ময়দান থেকে বেরিয়ে খাগরাবাড়ি হয়ে নিউ কোচবিহার রোড ধরে বাবুরহাট দিয়ে পুরো শহর পরিক্রমা করে। মিছিলে প্রায় ৫০ এর বেশি বাইক ছিল।

এদিন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের তরফে উপস্থিত ছিলেন পার্থ বর্মন, অসীম রায়, রাহুল দেব বর্মন সহ অন্যান্য সদস্যরা। এক শতাধিক সদস্য আজ এই মিছিলে অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৮ অগাস্ট ভারতের তৎকালীন গভর্নর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি ভারত ভুক্তি চুক্তি নামে পরিচিত। সেই চুক্তি মোতাবেক ১৯৪৯ সালে ২৮ শে অগাস্ট আমরা ভারতের সঙ্গে যুক্ত হই। তাই এই ঐতিহাসিক দিনটিকে আমরা আনন্দের সঙ্গে উদযাপন করছি।