প্রদেশফিচার

গোরক্ষপুরে চ্যালেঞ্জের মুখে যোগী

এনএফবি, নিউজ ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন। বৃহস্পতিবার আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ দিন ঘোষণা করা হয়েছে, দলনেতা চন্দ্রশেখর আজাদ গোরক্ষপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী হয়েছেন পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর বিরুদ্ধে প্রার্থী হয়ে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন উত্তর প্রদেশের দলিত নেতা- বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুনঃ যোগীকে জব্দ করতে অখিলেশকে সমর্থন মমতার