এনএফবি, কলকাতাঃ
মঙ্গলবার সকালে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবারে নিউ আলিপুরে রঙের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টা নাগাদ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে উদ্যোগী হন। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক, কারাখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, কারখানায় ভিতর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, কারখানার ভিতরে অগ্নিকাণ্ডের ফলে কোনও আটকে নেই। তিন জন কর্মী আগুম লাগার পরেই পালিয়ে যায়।
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে মহানগরে বারবার কেন আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, গত সপ্তাহেই ট্যাংরার চামড়ার গুদামে অগুন লাগে। যা বিধ্বংসী চেহারা নেয়। তারপর আজকের ঘটনা।