এনএফবি, কলকাতাঃ
ভারতের বৃহত্তম দৌড় উৎসব অষ্টম টাটা স্টিল কলকাতা২৫কে ঘিরে চড়ছে উদ্দীপনার পারদ। এই ম্যারাথনে মহিলাদের ১০কে বিভাগের সূচনায় থাকছেন ইথিওপিয়ার বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলেটিক ইয়ালেমজারফ ইহুলাও। পুরুষ বিভাগে থাকবেন কেনিয়ার দু’বারের রৌপ পদকজয়ী বিশ্ব চাম্পিয়ান ড্যানিয়েল সিমিউ এবেনিও।
এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মোট ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার হিসাবে প্রদান করা হবে। প্রতিটি বিভাগের প্রথম তিনজন স্থানাধিকারীকে যথাক্রমে ৭ হাজার ৫০০, ৫ হাজার এবং ৩ হাজার ৫০০ মার্কিন ডলার দিয়ে পুরস্কৃত করা হবে। ম্যারাথনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক দৌড়বিদদের বোনাস হিসাবে আরও ৩ হাজার মার্কিন ডলার উৎসাহ ভাতা প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
টাটা স্টিল কলকাতা২৫কে ম্যারাথনে পুরুষ বিভাগে এপর্যন্ত সর্বোচ্চ রেকর্ডের অধিকারী কেনিয়ার লিওনার্ড বারসোটেন। তিনি ১ ঘন্টা ১২ মিনিট ৪৯ সেকেন্ডে লক্ষ্যে পৌঁছেছিলেন। অন্যদিকে মহিলা বিভাগে শীর্ষে রয়েছেন বাহরাইনের দেশি জিসা। তিনি শেষ করেছেন ১ ঘন্টা ২১ মিনিট ৪ সেকেন্ডে। আগামী ১৭ ডিসেম্বর কোন নয়া রেকর্ড সৃষ্টি হয় সেদিকেই তাকিয়ে ক্রীড়াবিদরা। একইসঙ্গে ‘সিটি অফ জয়’ মুখিয়ে আছে এই দৌড় উৎসবে পা মেলাতে।
এবারের ম্যারাথনে পুরুষ বিভাগে অংশগ্রহনকারী আন্তর্জাতিক প্রতিযোগীরা হলেনঃ
ড্যানিয়েল এবেনিও (কেনিয়া)
এরিক কিপতানুই (কেনিয়া)
রনসার কোঙ্গা (কেনিয়া)
বার্নার্ড বিওট (কেনিয়া)
আবে গাশাহুন (ইথিওপিয়া)
ভিক্টর কিপ্রুতো তোগোম (কেনিয়া)
হিস্কেল তেওয়েল্ডে (ইরিত্রিয়া)
আফেওয়ারকি বেরহানে (ইরিত্রিয়া)
জ্যাকসন কিপলেটিং (কেনিয়া)
মুলুগেতা দেবসু (ইথিওপিয়া)
ভিক্টর চুমো (কেনিয়া) (পেসার)
মহিলা বিভাগে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিযোগীরা হলেনঃ
ইয়ালেমজারফ ইয়েহুয়ালাও (ইথিওপিয়া)
আনচিনালু ডেসি (ইথিওপিয়া)
বেটি চেপকেমোই কিবেত (কেনিয়া)
সুতুমে আসফা কেবেদে (ইথিওপিয়া)
মার্সিলাইন চেলাঙ্গাত (উগান্ডা)
সিগে হাইলেসলেস (ইথিওপিয়া)
আবরাশ মিনসেও (ইথিওপিয়া)
এমবেট নিগুসে (ইথিওপিয়া)
নেলি জেপটু (কেনিয়া)
লুক মাস (নেদারল্যান্ডস) (পেসার)।