এনএফবি, শিলিগুড়িঃ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল এবিভিপি। এ দিন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে থেকে একটি মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপির কর্মীরা।
এই বিষয়ে এবিভিপির রাজ্য প্রদেশ সম্পাদক সুব্রত অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই! নেই রেজিস্ট্রার ও অর্থ আধিকারিক-সহ একাধিক শূন্য পদ খালি রয়েছে বাস বন্ধ। শিক্ষার্থীরা খাবার পাচ্ছে না। আমাদের একটাই দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ উপাচার্য সহ শূন্য পদে নিয়োগ করতে হবে। আর অতিদ্রুত নিয়োগ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দলনে নামবো।
স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)