এনএফবি, মুর্শিদাবাদঃ
পিটিয়ে খুন করে রেল লাইনের সামনে ফেলে দেওয়ার অভিযোগে বেলডাঙা রেল স্টেশনের ১১১ নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখালো নিহতের পরিবারের লোকজন।
মৃত ব্যক্তির নাম নাজিমুদ্দিন শেখ বলে জানা যায়। তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেগুনবাড়ি এলাকায়। পরিবার সূত্রে খবর, নাজিমুদ্দিন পেশায় স্কুল গাড়িচালক। সে ছাত্র-ছাত্রীদের হায়দ্রাবাদে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিল। বাড়ি ফেরার সময় নদীয়া জেলার দেবগ্রাম রেলওয়ে স্টেশনে কিছু যুবক তাকে মারধর করার পরে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই দুই টুকরো হয়ে যায় দেহ। এ ঘটনার খবর পেতেই পরিবারের লোকজন মুর্শিদাবাদের বেলডাঙা রেল স্টেশনের ১১১ নম্বর রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভের খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি, আরপিএফ ও বেলডাঙা থানার পুলিশ।