এনএফবি, মুর্শিদাবাদঃ
জমি দখল করতে এসে গ্রামবাসীদের রোষের মুখে পড়ল প্রোমোটার ও জমি জরিপ করতে আসা আমিনরা। বুধবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার পীরতলা গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
জানা গেছে, ওই গ্রামে জমিদারদের প্রায় ৬০ থেকে ৭০ বিঘা মত জমি রয়েছে, ম সেই জমি প্রোমোটাররা বুধবার দখল করতে গিয়ে গ্রামবাসীদের হাতে গণধোলাই খেল। এই ঘটনায় একাধিক মোটরবাইক চারচাকা ও টাটা সুমো গাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে আমরা এই জমি চাষ করে আসছি আমাদেরকে না জানিয়ে হঠাৎ জমি দখল করতে এসেছিল। সেজন্য এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়, এমনকি রাস্তা অবরোধ করা হয়।
স্থানীয়রা আরও জানান, এই ঘটনার সঙ্গে শাসকদলের স্থানীয় নেতারা জড়িত আছে। তাদের মদতে এই জমি দখল করতে এসেছিল। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জনরোষ থেকে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় আহত একাধিক বলে জানতে পারা যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।