জেলা

পুকুর ভরাটের প্রতিবাদে বহরমপুর পুর এলাকায় স্থানীয়দের বিক্ষোভ

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরে পুকুর ভরাটের অভিযোগের প্রতিবাদ জানিয়ে গাড়ি আটকে রাখল স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে বহরমপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহন রায়পাড়া এলাকায় বোবা স্কুলের সামনের পুকুর ভরাটের কাজ চলছিল বলে অভিযোগ।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কয়েকটি ট্রাক্টরকে রাস্তার উপরে আটকে রাখে। স্থানীয়দের অভিযোগ এলাকায় জল নিকাশের একটিমাত্র পুকুর রয়েছে, বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে সেই পুকুর ভরাটের কাজ চলছিল। আজ এলাকার মানুষ একত্রিত হয়ে মাটি ফেলে আসা ট্রাক্টরগুলোকে আটকে দেয়। তাদের আরও অভিযোগ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাক্টর গুলোকে ছেড়ে দিতে বলে। স্থানীয়রা জানিয়েছে যতক্ষণ না পুকুর ভরাটের কাজ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত তারা ট্রাক্টর গুলিকে ছাড়বে না। তবে কে বা কার নির্দেশে এই পুকুর ভরাটের কাজ চলছিল তা এখনও জানতে পারেনি তারা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।