এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জেতার পুরস্কার।২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি।
কাতার বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন তিনি। শুধু বিশ্বকাপ নয়, কোপা আমেরিকাও মেসিরা জিতেছিলেন স্কালোনির কোচিংয়ে। প্রসঙ্গত, ২০১৮ সালে আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছ’মাসের দায়িত্ব দেওয়া হয়েছিল স্কালোনিকে। এই সময়ের মধ্যে আর্জেন্টিনা দলকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। এরপর পূর্ণ সময়ের কোচ হিসেবে স্কালোনিকে নিয়োগ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন ঘোষণার পর টুইটারে এএফএ প্রেসিডেন্ট লেখেন, ” যখন আস্থা বেশি থাকে, তখন যোগাযোগের ক্ষেত্রটা আরও সহজ ও কার্যকরী হয়। বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনিকে সঙ্গে নিয়ে জাতীয় দলের প্রকল্পকে শক্তিশালী করার কাজটা চালিয়ে যাব আমরা।”