ফিচাররাজ্য

বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী কোলে তুলে নিলেন শিশুকে, শুনলেন সমস্যার কথা

এনএফবি, ঝাড়গ্রামঃ

মঙ্গলবার দুপুরে বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার সময় বেলপাহাড়ি ও শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নামেন তিনি। সোজা ঢুকে যান আদিবাসীদের পাড়ায়। তাঁর উদ্দেশ্য ছিল, রাজ্যের প্রকল্পগুলির সুবিধা আদিবাসী পরিবারগুলি পাচ্ছে কি না, তা খতিয়ে দেখা। সেখানে গিয়েই বাড়ির বারান্দায় একটি শিশুকে কোলে নিয়ে বসে ছিলেন কয়েকজন মহিলা। গিয়েই সেই শিশুকে কোলে তুলে নেন তিনি। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে।

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন আদিবাসী মহিলারা। জানান, একশো দিনের কাজের টাকা থেকে শুরু ঘর, একাধিক বিষয়ে অভিযোগ জানান তাঁরা। কেউ আবার প্রশ্ন করেন, “ঘর-জল কিছুই পাইনি, কবে পাব?”। প্রত্যেকের অভিযোগ শুনে সাধ্য মতো সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বলেন, “২০২৪ সালের মধ্যে সমস্যা মিটবেই।“ কিছুক্ষণ সেখানে কাটিয়ে ফের গাড়িতে রওনা দেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাঁর আগে মুখ্যমন্ত্রীর এই জন সংযোগ কর্মসূচী অত্যন্ত তাৎপর্যপূর্ণ।