পাকাপাকিভাবে সরছে এটিকে নাম, তারিখ ঘোষণা ক্লাবের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মোহনবাগান জনতার কাছে জোড়া সুখবর। ১ জুন থেকে এটিকে নাম বরাবরের মত মুছে যাচ্ছে গঙ্গাপাড়ের ক্লাবের নামের আগে থেকে।আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগানের আগে ‘এটিকে’ নামটা সরিয়ে নেন সঞ্জীব গোয়েঙ্কা। গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার কিছুক্ষণের মধ‍্যেই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দেন, এটিকে নামটা তাঁরা সরিয়ে নিচ্ছেন। ক্লাবের নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।

আইপিএলেও সঞ্জীব গোয়েঙ্কার লখনৌর সুপার জায়ান্টস নামেই দল আছে। সেই আদলেই ফুটবলেও মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলতে দেখা যাবে। গত তিন বছর ধরে মোহনবাগান জনতা ‘রিমূভ এটিকে’ নিয়ে আন্দোলন করে আসছিলেন। ক্লাব সচিব দেবাশিস দত্ত বারবার বলে আসছিলেন, তিনিও একজন মোহনবাগান সমর্থক হিসেবে এটিকে নামটি সরে যাক চেয়েছিলেন। এই নিয়ে তিনিও গোয়েঙ্কার সঙ্গে বহবার আলোচনা করেছেন। মোক্ষম সময়ে সবুজ-মেরুন সদস‍্য-সমর্থকদের খুশির খবর দেন সঞ্জীব গোয়েঙ্কা।এদিকে সামনের মরসুমের জন্য দল গোছাতে আসরে নেমে পড়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে আনার ব্যাপারে তৎপর ম্যানেজমেন্ট। কথাবার্তা এখনও পর্যন্ত ফলপ্রসূ।