সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি

এনএফবি, নিউজ ডেস্কঃ

WBMDFC EDUCATION SUPERVISOR WELFARE ASSOCIATION এর উদ্যোগে বাঁকুড়া জেলার সিদ্দিক-ই-আকবর মিশনে নিট কোচিং ছাত্রছাত্রীদের নিয়ে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা এবং সচেতন শিবিরের আয়োজন করা হয়।
এই সচেতেনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এডুকেশন সুপারভাইজাররা, যারা মূলত স্কলারশিপ, এডুকেশন লোন দেখাশোনা করেন। উপস্থিত ছিলেন সিদ্দিকি আকবর মিশনের কর্মকর্তারা এবং মিশনের ছাত্রীরা।

নিজস্ব চিত্র


WBMDFC এডুকেশন সুপারভাইজার ওয়েলফেয়ার এসোসিয়েশন যে আরও বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তার ব্যাখ্যা করেন WBMDFC এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক মোঃ ইমরান আলি। বিভিন্ন স্কিম সম্পর্কে বিভিন্ন জেলার এডুকেশন সুপারভাইজাররা বক্তব্য রাখেন।

ছাত্র-ছাত্রীদের কে উচ্চ-শিক্ষায় শিক্ষিত হতে সংখ্যালঘুদপ্তরের বিভিন্ন সহায়তা যেমন স্কলারশিপ এবং শিক্ষা ঋণের কথা জানিয়ে এবং কিছু মোটিভেশন স্পিচ দিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মিশনের সেক্রেটারি সিরাজুল ইসলাম মল্লিক ।

নিজস্ব চিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *