ক্রীড়া

ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল। খেলো ইন্ডিয়ায় অংশ নিতে চলার পথে অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরিফের মধ্যে এই ভয়াবহ ডাকাতি ঘটে। বাংলা দলের অনুমান, রাত ২:৩০ থেকে ৩:৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে।
বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ খোয়া গিয়েছে। যাতে ছিল প্রতিযোগীতাদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, এক লক্ষের বেশি টাকা, মোবাইল এবং ক্রেডিট কার্ড। এছাড়াও ইন্টারন্যাশনাল জাজ অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেস চুরি গিয়েছে।
রেল পুলিশ, টিটি বা রেলের অন্য কোনও আধিকারিক কোনও রকম সাহায্য করেননি বলেও অভিযোগ। এখনও পর্যন্ত নেওয়া হয়নি এফআইআর। চন্ডিগড়ে হতে চলা খেলো ইন্ডিয়ায় বাংলার জিমনাস্টিক দল নামতে পারবে কি না, সেটা নিয়েও রয়েছে সংশয়। অম্বালায় পৌঁছে এফআইএর নেওয়ার কথা জানানো হয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।