অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মোহালিতে শততম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি। এবার কোহলির প্রশংসা করলেন ভারতীয় জোরে বোলার জসপ্রীত বুমরাহ। তিনি জানাচ্ছেন,”একজন ক্রিকেটারের কাছে শততম ম্যাচ খেলা একটা বিরাট প্রাপ্তি। বিরাট ভারতীয় দলের জন্য নিজেকে উজার করে দিয়েছে। আগামীতেও সেটাই করবে। শততম টেস্ট ওর মুকুটে নতুন পালক। আমার পক্ষ থেকে বিরাটকে অনেক শুভেচ্ছা।” ২০১৯ সালে ইডেনে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে তাঁর ব্যাটে রান এলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কোহলি। মোহালিতে শততম টেস্টে কি সেঞ্চুরির খরা কাটবে? আশায় আছেন বিরাট কোহলির ভক্তরা। বিরাট নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাট হাতে রানে ফেরার। একটা সেঞ্চুরি অনেকটা মানসিক শান্তি দিতে পারে বিরাট কোহলিকে। সেই শান্তির খোঁজেই আছেন কিং কোহলি। বিরাটকে তাঁর বিশেষ টেস্টে উপহার দেওয়ার পরিকল্পনায় জসপ্রীত বুমরাহ ও গোটা ভারতীয় দল। বুমরাহর একটাই খারাপ লাগার জায়গা, বিরাটের শততম টেস্টে মাঠে দর্শক থাকতে পারছে না।