অঞ্জন চ্যাটার্জী,এনএফবিঃ
এবারে বিরাট কোহলির ওয়ান ডে ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন,”দুই ফর্ম্যাটে দুই ভিন্ন নায়ক থাকলে ভারতের উপকার হবে বলে মনে হচ্ছে। সাদা বলের ক্রিকেটে আরও প্রস্তুতি নিতে পারবেন রোহিত। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ভারতের হয়ে ভালো করবেন। ভারতীয় ক্রিকেট দল নিরাপদ হাতে রয়েছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।