এনএফবি, কোচবিহারঃ
নারায়ণী ব্যাটেলিয়ানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন-সহ সাত দফা দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া কথা ঘোষণা করে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে কনভেশন অনুষ্ঠিত হয়। এ দিন সেখানে কয়েক হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার সিংহ, সম্পাদক শরিফুল ইসলাম-সহ অন্যান্য নেতৃত্বেরা।
এ দিনের সম্মেলন থেকে তারা দাবি করেন, নারায়ণী ব্যাটালিয়নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সারেন্ডারকৃত কেএলও-দের চাকরি, কোচবিহারের প্রতিটি স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষাকে আবশ্যিক করার দাবি। কোচ রাজার আমলের পরিত্যক্ত স্থানগুলোকে সংস্কার করে হেরিটেজ মর্যাদার ঘোষণা, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রতিটি ব্লকে ঠাকুর পঞ্চানন বর্মা নামাঙ্কিত কমিউনিটি হল ও গ্রন্থাগার নির্মাণের দাবিও করে তারা। একইসঙ্গে রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠনের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।